• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলায় বিনয় দত্তের ‘অর্বাচীনের আহ্নিক’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৫:৪০ পিএম
বইমেলায় বিনয় দত্তের ‘অর্বাচীনের আহ্নিক’

অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে কথাসাহিত্যিক বিনয় দত্তের সমকালীন কথনমালা সিরিজের তৃতীয় পর্ব ‘অর্বাচীনের আহ্নিক’। বইটি প্রকাশ করেছে পুথিনিলয়। শিল্পী সারাজাত সৌমের প্রচ্ছদে বইটির মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা।

বইটি সম্পর্কে বিনয় দত্ত বলেন, “বিভিন্ন রকম অর্থ দাঁড়ায় ‘অর্বাচীনের আহ্নিক’ নামের। পাঠক নিজস্ব ভাবনায় অর্থ ধরে নিতে পারেন। এ বইটিতে আমি একটি পূর্ণাঙ্গ গল্প বলতে চেয়েছি। গল্প মূলত একটি, এর শাখা-প্রশাখা অসংখ্য। গল্পটি সময়ের, এই শহরের, শহরে বেঁচে থাকা মানুষের, এই জনপদের, পরিবর্তিত এই নগর-সংস্কৃতির, এই জাতির ধর্মান্ধ হয়ে ওঠার।”

লেখক আরো বলেন, “গল্পগুলো কখনো গল্প, কখনো কান্না, কখনো আহাজারি, কখনো কষ্ট, কখনো হতাশা, কখনো আবার সুবোধ ফিরিয়ে আনার কথন। গল্পগুলো পরিচিত। কিন্তু ভাবনাগুলো অপরিচিত। চিরচেনা এই দেশের অচেনা-অজানা সংকট-সমস্যার গল্প। আমি সবসময় আয়েশি ঢঙে গল্প বলি। এইখানেও তার প্রভাব প্রবল।”

প্রকাশিত বই নিয়ে পুথিনিলয় প্রকাশনীর স্বত্বাধিকারী শ্যামল পাল বলেন, “বইটি মূলত সমকালের বিভিন্ন ঘটনার সমন্বিত রূপ। এর সাক্ষী আমরা সবাই। সময়ের ব্যবধানে বইটি পড়া হবে। তখন এইসব ঘটনা সম্পর্ক স্থাপন করবে পাঠকের কাছে। তাই বইটি সকলের পাঠ্য হোক—এটাই কাম্য।”

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!